Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
দিনাজপুর এলজিইডি ভবনে অগ্নিকান্ড
Details

গত ১০/০৪/২০২৫ ইং তারিখ ভোর আনুমানিক ৫:০০ ঘটিকায় এলজিইডি,দিনাজপুর ভবনে একটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলজিইডি, দিনাজপুর মসজিদের ইমাম জনাব মো: আমিনুল ইসলাম ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে আনুমানিক ৪:৫৫ ঘটিকায় উপস্থিত হয়ে সুন্নত নামাজ আদায়ের পর ভবনের ২য় তলার পূর্বদিক হতে আগুন ও ধোঁয়া দেখে তিনি তাৎক্ষণিকভাবে নির্বাহী প্রকৌশলী জনাব মো: মাসুদুর রহমান মহোদয়-কে অবহিত করেন। নির্বাহী প্রকৌশলী মহোদয় তাৎক্ষণিকভাবে অফিস ক্যাম্পাসে উপস্থিত হয়ে দ্রুত অফিসের ২য় তলায় যান এবং ২য় তলায় ডিভিআর (Digital Video Recorder) বক্সে আগুন দেখতে পেয়ে নীচ তলার এমডিবি (Main Distribution Board) থেকে পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং তাৎক্ষনিকভাবে ভোর ৫:০৪ ঘটিকায় ফায়ার সার্ভিসের জরুরী  মোবাইল নাম্বারে কল করে তাদের সাহায্য প্রার্থনা করেন। আনছার সদস্যবৃন্দ এবং স্থানীয় লোকজনদের সাহায্যে প্রাথমিকভাবে  আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। পরবর্তীতে আনুমানিক ভোর ৫:১৫ ঘটিকায় ফায়ার সার্ভিস অফিস চত্ত্বরে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে এবং আনুমানিক সকাল ৬:০০ ঘটিকার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিস তাদের প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পরবর্তীতে উক্ত অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানের জন্য ভবনে স্থাপিত সিসিটিভির উদ্ধারকৃত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে, ভোর ৪.৫২ মিনিটে ২য় তলার করিডোর এর পূর্ব পাশে( সিনিয়র সহকারী প্রকৌশলীর কক্ষের পাশে) রক্ষিত ডিভিআর (DVR) বক্স থেকে ১ম Sparking শুরু হয় এবং Sparking ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে এবং অগ্নিকান্ডে রুপ নেয়। সিসিটিভিটির সংযোগ ৪.৫৩ মিনিটে(৫০ সেকেন্ড) অগ্নিকান্ডের জন্য বন্ধ হয়ে যায়।

পোস্টের সাথে সিসিটিভি ফুটেজ সংযুক্ত করা হয়েছে।

HD  কোয়ালিটির ভিডিও-র লিংক-https://drive.google.com/drive/folders/1ZVdpJJt546o6rBmN9tOIHWzk19ryqKUv?usp=drive_link 

Image
Attachments
Publish Date
17/04/2025
Archieve Date
15/04/2027